বুখারি হাদিস নং ২৪০৯

হাদীস নং ২৪০৯

মুহাম্মদ ইবনে মুকাতিল আবুল হাসান রহ………..উম্মু আতিয়্যা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়িশা রা. -এর ঘরে এসে জিজ্ঞাসা করলেন, তোমাদের কাছে খাবার কিচু আছে কি ? তিনি বললেন, না, তবে সে বকরীর কিছু গোশত উম্মু আতিয়্যা পাঠিয়েছেন, যা আপনি তাকে সাদকা স্বরূপ পাঠিয়েছিলেন। তিনি বললেন, সাদকা তো যথাস্থানে পৌছে গিয়েছে (অর্থাৎ এটা তাকে সাদকা স্বরূপ পাঠিয়েছিলেন। তিনি বললেন, সাদকা তো যথাস্থানে পৌছে গিয়েছে (অর্থাৎ এটা এখন তার মালিকানায়, সুতরাং আমাদের জন্য সেটা সাদকা নয় হাদিয়া।