হাদীস নং ২৪০৮
মুহাম্মদ ইবনে বাশশার রহ………..আয়িশা রা. থেকে বর্ণিত যে, তিনি বারীরা রা.-কে (আযাদ করার উদ্দেশ্যে) খরিদ করার ইচ্ছা করলে তার মালিক পক্ষ ওয়ালার শর্তারোপ করল। তখন বিষয়টি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে আলাচিত হল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে খরিদ করে আযাদ করে দাও। কেননা যে আযাদ করবে, সেই ওয়ালা লাভ করবে। আয়িশা রা.-এর জন্য কিছু গোশত হাদিয়া পাঠানো হল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলা হল যে, এ গোশত বারীরাকে সাদকা করা হয়েছিল। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তার জন্য সাদকা আর আমাদের জন্য হাদিয়া। তাকে ইখতিয়ার দেওয়া হল। (রাবী) আবদুর রাহমান রহ. বলেন, তার স্বামী তখন আযাদ কিংবা গোলাম ছিল? শুবা রহ. বলেন, পরে আমি আবদুর রাহমান রহ.-কে তার স্বামী সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি জানি না, সে আযাদ ছিল না গোলাম ছিল।