হাদীস নং ২৪০৫
আদম ইবনে আবু ইয়াস রহ………..ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে আব্বাসের খালা উম্মু হুফায়দ রা. একবার নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খিদমতে পনীর ঘি ও গুইসাপ হাদিয়া পাঠালেন। কিন্তু নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পনীর ও ঘি খেলেন আর গুইসাপ রুচি বিরুদ্ধ হওয়ার কারণে রেখে দিলেন। ইবনে আব্বাস রা. বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দস্তরখানে (গু-সাপ) খাওয়া হয়েছে। যদি তা হারাম হতো তাহলে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দস্তরখানে তা খাওয়া হত না।