হাদীস নং ২৪০৩
ইসমাঈল রহ……….সাআব ইবনে জাসসামা রা. থেকে বর্ণিত যে, তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য একটি বন্য গাধা হাদিয়া পাঠালেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবওয়া কিংবা ওয়াদ্দান নামক স্থানে ছিলেন। তিনি হাদিয়া তাকে ফেরত পাঠালেন। পরে তার মুখমণ্ডলের বিষণ্ণতা লক্ষ্য করে বললেন, শোন ! আমরা ইহরাম অবস্থায় আছি, তা নাহলে তোমার হাদিয়া ফেরত দিতাম না।