হাদীস নং ২৩৯৬
আসিম ইবনে আলী রহ……..আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুসলিম মহিলাগণ ! কোন মহিলা প্রতিবেশীনী যেন অপর মহিলা প্রতিবেশীনী (প্রদত্ত হাদীয়া) তুচ্ছ মনে না করে, এমন কি তা স্বপ্ল গোশত বিশিষ্ট বকরীর হাড় হলেও।