হাদীস নং ২৩৯৪
আবদুল্লাহ ইবনে ইউসুফ রহ…………আমরা বিনতে আবদুর রহমান রহ. থেকে বর্ণিত যে, বারীরা রা. একবার উম্মুল মুমিনীন আয়িশা রা. -এর কাছে সাহায্য চাইতে আসলেন। তখন তিনি বললেন, তোমার মালিক পক্ষ চাইলে আমি তাদের এক সাথেই তোমার মূল্য দিয়ে দিব এবং তোমাকে আযাদ করে দিব। বারীরা রা. মালিক পক্ষকে তা বললেন, কিন্তু জবাবে তারা বলল, তোমার ওয়ালা আমাদের থাকবে, এছাড়া আমরা সম্মত নই। (রাবী) মালিক রহ. বলেন, ইয়াহইয়া রহ. বলেন, আমরা রহ. ধারণা করেন যে, আয়িশা রা. নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে তা উত্থাপন করেছিলেন, তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি তাকে খরিদ করে আযাদ করে দাও। কেননা ওয়ালা তারই হবে, যে আযাদ করে।