হাদীস নং ২৩৮৪
মুহাম্মদ রহ………আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন এমন কথা না বলে তোমার প্রভুকে আহার করাও তোমার প্রভুকে উযূ করাও, তোমার প্রভুকে পান করাও আর যেন (গোলাম বাদীরা) এরূপ বলে, আমার মনিব আমার অভিভাবক তোমাদের কেউ যেন এরূপ না বলে আমার দাস, আমার দাসী। বরং বলবে আমার বালক আমার বালিকা। আমার খাদিম।