হাদীস নং ২৩৭৩
আলী ইবনে হাসান ইবনে শাকীক রহ……..ইবনে আউন রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নাফি রহ.-কে পত্রে লিখলাম, তিনি জওয়াবে আমাকে লিখেন যে, মুস্তালিক গোত্রের উপর অতর্কিত ভাবে অভিযান পরিচালনা করেন। তাদের গবাদি পশুকে তখন পানি পান করানো হচ্ছিলো। তিনি তাদের যুদ্ধক্ষমদের হত্যা এবং নাবালকদের বন্দী করেন এবং সেদিনই তিনি জুওয়ায়রিয়া (উম্মুল মুমিনীন)-কে লাভ করেন। (নাফি রহ. বলেন) আবদুল্লাহ ইবনে উমর রা. আমাকে এ সম্পর্কিত হাদীস শুনিয়েছেন। তিনি নিজেও সে সেনাদলে ছিলেন।