হাদীস নং ২৩৬৭
আদম ইবনে আবু ইয়াস রহ………জাবির ইবনে আবদুল্লাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের একজন তার এক গোলামকে মুদাববাররূপে আযাদ ঘোষণা করল। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গোলামকে ডেকে নিয়ে অন্যত্র বিক্রি করে দিলেন। জাবির রা. বলেন, গোলামটি সে বছরই মারা গিয়েছিল।