বুখারি হাদিস নং ২৩৬৬ – উম্মু ওয়ালাদ প্রসংগে।

হাদীস নং ২৩৬৬

আবুল ইয়ামান রহ……….আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, উতবা ইবনে আবু ওয়াক্কাস আপন ভাই সাদ ইবনে আবু ওয়াক্কাসকে ওসীয়্যত করেছিলেন, তিনি যেন যামআর দাসীর গর্ভজাত পুত্রকে গ্রহণ করেন। (কারণ স্বরূপ) উতবা বলেছিলেন; সে আমার (ঔরসজাত) পুত্র। মক্কা বিজয়কালে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় তাশরীফ আনলেন ; তখন সাদ যামআর দাসীর পুত্রকে নিয়ে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খিদমতে আসলেন এবং তার সাথে আবদ ইবনে যামআকে নিয়ে আসলেন। সাদ বললেন, ইয়া রাসূলাল্লাহ ! এতো আমার ভাতিজা। আমার ভাই বলেছেন যে, সে তার ছেলে আবদ ইবনে যামআর বলেলেন, ইয়া রাসূলাল্লাহ ! এ আমার ভাই যামআর পুত্র। তার শয্যাতেই এ জন্ম নিয়েছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যামআর দাসীর পুত্রের দিকে তাকালেন। দেখলেন, উতবার সাথেই তার (আদলের) সর্বাধিক মিল। তবু নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবদ ইবনে যামআ এ -তোমারই (ভাই) কেননা, এ তার (আবদ ইবনে যামআর) শয্যাতে জন্মগ্রহণ করেছে। তারপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : হে সাওদা বিনতে যামআ ! তুমি এ থেকে পর্দা করবে। কেননা তিনি উতবার সাথেই তার মিল দেখতে পেয়েছিলেন। সাওদা ছিলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর স্ত্রী।