হাদীস নং ২৩৩৫
আমর ইবনে আলী রহ……..সুলাইমান ইবনে আবু মুসলিম রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবুল মিনহাল রহ.-কে মুদ্রার নগদ বিনিময় সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমি এবং আমরা এক অংশীদার একবার কিছু মুদ্র নগদ ও বাকীতে বিনিময় করেছিলাম। এরপর বারা ইবনে আযিব রা. আমাদের কাছে এলে আমরা তাকে (সে সম্পর্কে) জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমি এবং আমার অংশীদার যায়েদ ইবনে আরকাম রা. এরূপ করেছিলাম।পরে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সে সম্পর্কে জিজ্ঞাসা করায় তিনি বললেন, নগদে যা বিনিময় করেছ, তা বহাল রাখ, আর বাকীতে যা বিনিময় করেছ, তা প্রত্যাহার কর।