হাদীস নং ২৩১৫
আবু আসিম যাহহাক ইবনে মাখলাদ রহ…….সালামা ইবনে আকওয়া রা. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যুদ্ধে আগুন প্রজ্বলিত দেখে জিজ্ঞাসা করলেন, এ আগুন কেন জ্বালানো হচ্ছে ? সাহাবীগণ বললেন, গৃহপালিত গাধার গোশত রান্না করার জন্য। তিনি বললেন : পাত্রটি ভেঙ্গে দাও এবং গোশত ফেলে দাও। তাঁরা বললেন, আমরা গোশত ফেলে দিয়ে পাত্রটা ধুয়ে নিব কি ? তিনি বললেন : ধুয়ে নাও। আবু আবদুল্লাহ রহ. বলেন, ইবনে আবু উয়াইস বললেন যে, الإنسية শব্দটি আলিফ ও নুনে যবর হবে।