হাদীস নং ২৩০৭
ইবনে সালাম রহ………..আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাস তাঁর সহধর্মিণীদের কাছে যাবেন না বলে কসম করেন। এ সময় তাঁর পা মচকে গিয়েছিল। তাই তিনি একটি চিলেকোঠায় অবস্থান করেন। একদিন উমর রা. এসে বললেন, আপনি কি আপনার সহধর্মিণীদের তালাক দিয়েছেন ? তিনি বললেন : না তবে আমি একমাস তাদের কাছে যাব না; বলে কসম করেছি। তিন ঊনত্রিশ দিন সেখানে অবস্থান করেন এরপর তিনি অবতরণ করলেন এবং নিজের সহধর্মিণীদের কাছে আসেন।