হাদীস নং ২৩০৫
আবদুল্লাহ ইবনে মুহাম্মদ রহ…….উসামা ইবনে যায়েদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনার এক টিলার উপর উঠে বললেন : আমি যা দেখছি তোমরা কি তা দেখতে পাচ্ছ ? যে তোমাদের ঘরগুলোতে বৃষ্টি বর্ষণের মত ফিতনা বর্ষিত হচ্ছে।