হাদীস নং ২২৯৮
আবুল ইয়ামান রহ……..আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন উতবা ইবনে রবীআর কন্যা হিন্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ ! (আমার স্বামী) আবু সুফিয়ান কৃপণ লোক। তার সম্পদ থেকে যদি আমার সন্তানদের খেতে দেই, তাহলে আমার কোন গুনাহ হবে কি ? তখন তিনি বললেন : যদি তুমি তাদেরকে ন্যায়সংগতভাবে খেতে দাও তাহলে কোন তোমার গুনাহ হবে না।