হাদীস নং ২২৯৪
আবু নুমান রহ………আবু মাসউদ রা. থেকে বর্ণিত যে, আবু শুয়াইব রা. নামক এক আনাসারী গোশত বিক্রেতা একজন গোলাম ছিল। একদিন আবু শুয়াইব রা. তাকে বললেন , আমার জন্য পাঁচ জন্য লোকের খাবার তৈরী কর। আমি আশা করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে দাওয়াত করব। আর তিনি হলেন পাঁচ জনের একজন । উক্ত আনসারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চেহারায় ক্ষুধার চাপ লক্ষ্য করেছিলেন। কাজেই তিনি তাকে দাওয়াত করলেন। কিন্তু তাদের সঙ্গে আরেকজন লোক আসলেন, যাকে দাওয়াত করা হয়নি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (আনাসারীকে) বললেন : এ আমাদের পিছে পিছে চলে এসেছে। তুমি কি তাকে অনুমতি দিচ্ছ? তিনি বললেন, হ্যাঁ।