হাদীস নং ২২৯১
আবু মামার রহ……….আবু সালামা রা. থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে, তাঁর এবং কয়েকজন লোকের মধ্যে একটি বিবাদ ছিল। আয়িশা রা.-এর কাছে উল্লেখ করা হলে তিনি বললেন, হে আবু সালামা ! জমির ব্যাপারে সতর্ক থাক। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : যে ব্যক্তি এক বিঘত জমি অন্যায়ভাবে নিয়ে নেয়, (কিয়ামতের দিন) এর সাত তবক জমি তার গলায় লটকিয়ে দেওয়া হবে।