বুখারি হাদিস নং ২২৭৭ – পরিচ্ছেদ ১৫২৩

হাদীস নং ২২৭৭

ইসহাক ইবনে ইবরাহীম ও আবদুল্লাহ ইবনে রাজা রহ…………আবু বকর রা.থেকে বর্ণিত, তিনি বলেন, আম (হিজরত করে মদীনার দিকে) যাচ্ছিলাম। তখন বকরীর এক রাখালের সাথে দেখা হল। সে তার বকরীগুলো হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল । আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কার রাখাল। সে কুরাইশ গোত্রর এক ব্যক্তির নাম বলল। আমি সে ব্যক্তিকে চিনতাম।আমি তাকে বললাম তোমার বকরীর দুধ আছে কি ? সে বলল, হ্যাঁ, আছে। তখন আমি তাকে বললাম, তুমি আমাকে দুধ দোহন করে দিবে কি ? সে বলল, হ্যা দিব। তখন আমি তাকে দুধ দোহন করতে বললাম। বকরীর পাল থেকে সে একটি বকরী ধরে নিয়ে এল। আমি তাকে এর ওলান ধুলাবালি থেকে পরিষ্কার করে নিতে এবং তার হাতও পরিষ্কার করে নিতে বললাম। সে তদ্রূপ করল। এক হাত দিয়ে অপর হাত ঝেড়ে সে এক পেয়ালা দুধ দোহন করল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য একটি পাত্র রেখেছিলাম। যার মুখে কাপড়ের টুকরা রাখা ছিল। তা থেকে আমি দুধের উপর (পানি) ঢেলে দিলাম। এতে দুধ নীচ পর্যন্ত ঠাণ্ডা হয়ে গেল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এই দুধ নিয়ে গেলাম এবং বললাম, ইয়া রাসূলাল্লাহ ! আপনি পান করুন। তিনি তা পান করলেন। এতে আমি আনন্দিত হলাম।