হাদীস নং ২২৭৫
আবদান রহ……….সালামা রা. থেকে হাদীসটি বর্ণনা করে বলেছেন যে, সুওয়াইদ ইবনে গাফালা রহ. বলেন যে, আমি উবাই ইবনে কাব রা.-এর সঙ্গে মক্কায় সাক্ষাত করলাম। তখন তিনি (এ হাদীস সম্পর্কে) বললেন, আমার স্মরণ নেই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন বছর যাবত না এক বছর যাবত ঘোষণা দিতে বলেছেন।