হাদীস নং ২২৭৩
কুতাইবা ইবনে সাঈদ রহ………যায়েদ ইবনে খালিদ রা. থেকে বর্ণিত যে, এক ব্যক্তি কুড়ানো বস্তু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করল। তিনি বললেন : এক বছর যাবত এর ঘোষণা দিতে থাক। এরপর পাত্র ও তার বাঁধন স্মরণ রাখ এবং সেটা খরচ কর। যদি তার মালিক এসে যায়, তবে তাকে দিয়ে দাও। সে বলল, ইয়া রাসূলাল্লাহ ! হারানো বস্তু যদি বকরী হয় তাহলে কি করতে হবে ? তিনি (নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন : তা তুমি নিয়ে নাও। কেননা, সেটা তোমার অথবা তোমার ভাইয়ের অথবা নেকড়ে বাঘের। সে আবার বলল, হারানো বস্তু উট হলে কি করতে হবে ? এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন এমনকি তাঁর উভয় গাল লাল হয়ে গেল অথবা রাবী বলেন, তাঁর মুখমণ্ডল লাল হয়ে গেল। তিনি বললেন : এতে তোমার কি ? তার সাথেই (জুতার ন্যায়) ক্ষুর ও মশক রয়েছে, শেষ পর্যন্ত মালিক তার সন্ধান পেয়ে যাবে।