বুখারি হাদিস নং ২২৭২ – অনুমতি ব্যতীত কারো পশু দোহন করা যাবে না।

হাদীস নং ২২৭২

আবদুল্লাহ ইবনে ইউসুফ রহ……….আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : অনুমতি ব্যতীত কারো পশু কেউ দোহন করবে না। তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে, তার তোশাখানায় কোন এক লোক এসে ভাণ্ডার ভেঙ্গে ফেলে এবং ভাণ্ডারের শস্য নিয়ে যায় ? তাদের পশুগুলো স্তন তাদের খাদ্য সংরক্ষিত রাখে। কাজেই কারোর পশু তার অনুমতি ব্যতীত কেউ দোহন করবে না।