বুখারি হাদিস নং ২২৬১ – কারো দ্বারা অনিষ্ট হওয়ার আশংকা থাকলে তাকে বন্দী করা।

হাদীস নং ২২৬১

কুতাইবা রহ……….আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজদের দিকে এক অশ্বারোহী সেনাদল পাঠালেন। তারা ইয়ামামাবাসীদের সরদার বনূ হানীফা গোত্রের সুমামা ইবনে উসাল নামের একজন লোককে গ্রেফতার করে এনে মসজিদের একটি খুটির সাথে বেঁধে রাখলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কাছে এসে জিজ্ঞাসা করলেন, সুমামা তোমার কি খবর ? সে বলল, হে মুহাম্মদ ! আমার কাছে ভাল খবর আছে। সে (বর্ণনাকারী) সম্পূর্ণ হাদীস বর্ণনা করল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: সুমামাকে ছেড়ে দাও।