হাদীস নং ২২৬০
আবদুল্লাহ ইবনে মুহাম্মদ রহ………আয়িশা রা. থেকে বর্ণিত, আবদ ইবনে যামআ ও সাদ ইবনে আবু ওয়াক্কাস রা. যামআর দাসীর পুত্র সংক্রান্ত বিবাদ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে পেশ করলেন। সাদ বললেন, ইয়া রাসূলাল্লাহ ! আমার ভাই আমাকে ওসীয়াত করে গেছেন যে, আমি (মক্কায়) পৌঁছলে যেন যামআর দাসীর পুত্রের প্রতি লক্ষ্য রাখি। দেখতে পেলে যেন তাকে হস্তগত করে নেই। কেননা সে তার পুত্র । আবদ ইবনে যামআ রা. বললেন, সে আমার ভাই এবং আমার পিতার দাসীর পুত্র। আমার পিতার ঔরসে তার জন্ম। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবার সাথে তার চেহারা-সুরতের স্পষ্ট মিল দেখতে পেলেন, তখন তিনি (নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন : তুমিই তার হকদার। হে আবদ ইবনে যামআ ! সন্তান যার ঔরসে জন্মগ্রহণ করে তারই হয়। হে সাওদা, তুমি তার থেকে পর্দা কর।