বুখারি হাদিস নং ২২৫৭

হাদীস নং ২২৫৭

আবদুল্লাহ ইবনে মুহাম্মদ রহ………কাব ইবনে মালিক রা. থেকে বর্ণিত, তিনি মসজিদের মধ্যে ইবনে আবু হাদরাদের কাছে তার প্রাপ্য কর্জের তাগাদা করেন। তাদের আওয়াজ বুলন্দ হয়ে গিয়েছিল, এমন কি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর থেকে তা শুনতে পেলেন। তিনি (নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হুজরার পর্দা তুলে বাইরে এলেন এবং হে কাব ! বলে ডাকলেন। কাব রা. বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি হাযির । তিনি ইশারায় তাকে কর্জের অর্ধেক মাফ করে দিতে বললেন। কাব রা. বললেন, ইয়া রাসূলাল্লাহ ! আমি মাফ করে দিলাম, তিনি (নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইবনে আবু হাদরাদকে বললেন, উঠ, কর্জ পরিশোধ করে দাও।