বুখারি হাদিস নং ২২৫৪ – যিনি বোকা ও নির্বোধ ব্যক্তির লেন-দেন করা প্রত্যাখান করেছেন।

হাদীস নং ২২৫৪

মূসা ইবনে ইসমাঈল রহ………ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, ক্রয়-বিক্রয়ের ব্যাপারে এক ব্যক্তিকে ধোঁকা দেওয়া হত। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন বেচা-কেনা কর তখন বলে দেবে যে, ধোঁকা দিবে না। এরপর সে এ কথাই বলত।