বুখারি হাদিস নং ২২৫০ – ঋণগ্রস্তকে স্থানান্তরিত করা এবং মুসলিম ও ইয়াহুদীর মধ্যে কলহ-বিবাদ।

হাদীস নং ২২৫০

আবুল ওয়ালীদ রহ……….আবদুল্লাহ (ইবনে মাসউদ) রা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ব্যক্তিকে একটি আয়াত পড়তে শুনলাম। অথচ আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে (আয়াতটি) অনুরূপ পড়তে শুনছি। আমি তার হাত ধরে তাকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে নিয়ে এলাম। তিনি বললেন, তোমরা উভয়েই ঠিক পড়েছ। শুবা রহ. বলেন, আমার মনে হয়, তিনি বলেছিলেন, তোমরা বাদানুবাদ করো না। কেননা, তোমাদের পূর্ববর্তীরা বাদানুবাদ করে ধ্বংস হয়েছে।