বুখারি হাদিস নং ২২৪৫ – যে ব্যক্তি পাওনাদারকে আগামীকাল বা দু’তিন দিনের জন্য সময় পিছিয়ে দেয় আর একে টালবাহানা মনে করে না।

হাদীস নং ২২৪৫

মুসাদ্দাদ রহ……….জাবির ইবনে আবদুল্লাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের মধ্যে কেউ তার গোলামকে মরণোত্তর শর্তে আযাদ করল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আমার থেকে এই গোলামটি খরিদ করবে? তখন নুআইম ইবনে আবদুল্লাহ রা. সেটি ক্রয় করলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাম গ্রহণ করে গোলামের মালিককে দিয়ে দিলেন।