বুখারি হাদিস নং ২২৪৪ – ক্রয়-বিক্রয়, ঋণ ও আমানত এর ব্যাপারে কেউ যদি তার মাল নিঃসম্বলের নিকট পায়, তবে সে-ই হকদার।

হাদীস নং ২২৪৪

আহমদ ইবনে ইউনুস রহ………..আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : কিংবা তিনি বলেছেন যে, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, যখন কেউ তার মাল এমন লোকের কাছে পায়, যে নিঃসম্বল হয়ে গেছে, তবে অন্যের চাইতে সে-ই তার বেশী হকদার। আবু আবদুল্লাহ রহ. বলেন, এ সনদে উল্লেখিত রাবীগণ বিচারকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তারা হলেন ইয়াহইয়া ইবনে সাঈদ, আবু বকর ইবনে মুহাম্মদ, উমর ইবনে আবদুল আযীয, আবু বকর ইবনে আবদুর রাহমান রহ. ও আবু বকর রহ. তারা সকলেই মীনায় বিচারক ছিলেন।