বুখারি হাদিস নং ২২৩৯ – ঋণ থেকে পানাহ চাওয়া।

হাদীস নং ২২৩৯

ইসমাঈল রহ………আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে এই বলে দু’আ করতেন, হে আল্লাহ ! আমি তোমার কাছে গুনাহ এবং ঋণ থেকে পানাহ চাচ্ছি। একজন প্রশ্নকারী বলল, (ইয়া রাসূলাল্লাহ) ! আপনি ঋণ থেকে এত বেশী বেশী পানাহ চান কেন? তিনি জবাব দিলেন, মানুষ ঋণগ্রস্ত হলে যখন কথা বলে মিথ্যা বলে এবং ওয়াদা করলে তা খেলাফ করে।