হাদীস নং ২২২৮
মুয়াল্লা ইবনে আসাদ রহ……..আবদুল ওয়াহিদ সূত্রে আমাশ রহ. থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমরা ইবরাহীম নাখয়ীর কাছে ধার (বাকীতে) ক্রয় করা সম্পর্কে আলোচনা করলাম। তখন তিনি বললেন, আসওয়াদ রা. বর্ণনা করেন যে, আয়িশা রা. থেকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইয়হুদীর কাছ থেকে এক নির্দিষ্ট মেয়াদে (বাকীতে) খাদ্য ক্রয় করেন এবং তার নিকট নিজের লোহার বর্মটি বন্ধক রাখেন।