হাদীস নং ২২২৬
যাকারিয়া ইবনে ইয়াহইয়া রহ………..রাফি ইবনে খাদিজ ও সাহল ইবনে আবু হাসমা রা. থেকে বর্ণিত, তাঁরা উভয়ে বর্ণনা করেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুযাবানা অর্থাৎ গাছে ফল থাকা অবস্থায় তা শুকনা ফলের বিনিময়ে বিক্রি করতে নিষেধ করেছেন। কিন্তু যারা আরায়্যা করে, তাদের জন্য তিনি এর অনুমতি দিয়েছেন।