হাদীস নং ২২২৫
ইয়াহইয়া ইবনে কাযাআ রহ……..আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমান করে শুকনো খেজুরের বিনিময়ে পাঁচ ওসাক কিংবা তার চাইতে কম আরায়্যার বিক্রির অনুমতি দিয়েছেন।বর্ণনাকারী দাউদ এ বিষয়ে সন্দেহ করেছেন।