হাদীস নং ২১৯৭
সাঈদ ইবনে আবু মারয়াম রহ……….সাহল ইবনে সাদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট একটি পিয়ালা আনা হল। তিনি তা থেকে পান করলেন। তখন তাঁর ডান দিকে ছিল একজন বয়ঃকনিষ্ঠ বালক আর বয়স্ক লোক ছিলেন তাঁর বাম দিকে। তিনি বললেন, হে বালক ! তুমি কি আমাকে অবশিষ্ট (পানিটুকু) বয়স্কদের কে দেওয়ার অনুমতি দিবে ? সে বলল, ইয়া রাসূলাল্লাহ ! আপনার অবশিষ্ট পানির ব্যাপারে আমি কাউকে প্রাধান্য দিব না। এরপর তিনি তা তাকে দিলেন।