হাদীস নং ২১৯১
সুলাইমান ইবনে হারব রহ……….নাফি রহ. থেকে বর্ণিত যে, ইবনে উমর রা. নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সময়ে এবং আবু বকর, উমর, উসমান রা. মুআবিয়া রা-এর শাসনের শুরু ভাগে নিজের ক্ষেত বর্গাচাষ করতে দিতেন। তারপর রাফি ইবনে খাদিজের বর্ণিত হাদীসটি তাঁর নিকট বর্ণনা করা হয় যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত ভাগে ইজারা দিতে নিষেধ করেছেন। তখন ইবনে উমর রা. রাফি রা.-এর নিকট গেলেন। আমিও তাঁর সঙ্গে গেলাম। তিনি (ইবনে উমর) তাকে জিজ্ঞাসা করলেন। তিনি (রাফি রা.) বললেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত ভাগে ইজারা দিতে নিষেধ করেছেন। তখন ইবনে উমর রা. বললেন, আপনি তো জানেন যে, আমরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যামানায় নালার পার্শ্বস্থ ক্ষেতের ফসলের শর্তে এবং কিছু ঘাসের বিনিময়ে আমাদের ক্ষেত ইজারা দিতাম।