হাদীস নং ২১৮৯
উবাইদুল্লাহ ইবনে মূসা রহ……….জাবির রা. থেকে বর্ণিত, তিনি বলেন, লোকেরা এক-তৃতীয়াংশ, এক-চতূর্থাংশ ও অর্ধেক ফসলের শর্তে বর্গা চাষ করত। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : যে ব্যক্তির নিকট জমি রয়েছে, সে যেন নিজে চাষ করে অথবা তা কাউকে দিয়ে দেয়। যদি তা না করে তবে সে যেন তার জমি ফেলে রাখে। রবী ইবনে নাফি আবু তাওবা রহ……..আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : যার নিকট জমি রয়েছে, সে যেন নিজে চাষ করে অথবা তার ভাইকে দিয়ে দেয়। যদি তা না করতে চায়, তবে সে যেন তার জমি ফেলে রাখে।