বুখারি হাদিস নং ২১৮৫ – পরিচ্ছেদ ১৪৬০

হাদীস নং ২১৮৫

কুতাইবা রহ………আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুল-হুলাইফার উপত্যকায় শেষরাতে বিশ্রাম করছিলেন। তিনি স্বপ্নে দেখলেন যে, তাকে বলা হল, আপনি বরকতময় উপত্যকায় রয়েছেন। মূসা রহ. বলেন, সালিম আমাদের সাথে সে জায়গাতেই উট বসিয়েছিলেন যেখানে আবদুল্লাহ রা. উট বসাতেন এবং সে জায়গা লক্ষ্য করতেন, যে জায়গায় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষরাতে অবতরণ করেছিলেন। সে জায়গা ছিল উপত্যকায় মধ্যেখানে অবস্থিত মসজিদ থেকে নীচে এবং মসজিদ ও রাস্তার মধ্যখানে।