হাদীস নং ২১৮৪
ইয়াহইয়া ইবনে বুকাইর রহ……….আয়িশা রা. থেকে বর্ণিত যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : যে ব্যক্তি এমন কোন জমি আবাদ করে, যা কারো মালিকনায় নয়, তাহলে সেই (মালিক হওয়ার) বেশী হকদার। উরওয়া রহ. বলেন, উমর রা. তাঁর খিলাফতকালে এরূপ ফায়সালা দিয়েছিলেন।