বুখারি হাদিস নং ২১৮২ – যদি কেউ অন্যদের মাল দিয়ে তাদের অনুমতি ছাড়া কৃষি কাজ করে এবং তাঁতে তাদের কল্যাণ নিহিত থাকে।

হাদীস নং ২১৮২

ইবরাহীম ইবনে মুনযির রহ……….আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : একবার তিনজন লোক পথ চলছিল, তারা বৃষ্টিতে আক্রান্ত হল। তারপর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় থেকে এক খণ্ড পাথর পরে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন একে অপরকে বলল, নিজেদের কৃত কিছু সৎকাজের কথা চিন্তা করে বের করো, যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে এবং তার ওয়াসীলা করে আল্লাহর নিকট দু’আ কর। তাহলে হয়ত আল্লাহ তোমাদের উপর থেকে পাথরটি সরিয়ে দিবেন। তাদের একজন বলতে লাগল, ইয়া আল্লাহ ! আমার অতিবৃদ্ধ পিতামাতা ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল। আমি তাদের ভরণ-পোষণের জন্য পশু পালন করতাম। সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দোহন করতাম। এবং এ দুধ আমার সন্তানদের আগে পিতা-মাতাকে পান করতাম। একদিন দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না। তারপর আমি যখন এলাম তখন তাঁরা দু’জনে ঘুমিয়ে পড়েছেন। তখন আমি দুধ দোহন করলাম যেমন প্রতিদিন দোহন করি। তারপর আমি শিয়রে দাঁড়িয়ে রইলাম। আমি তাদের জাগানো পছন্দ করলাম না এবং তাদের আগে বাচ্চাদের কে পান করানোও অসঙ্গত মনে করি। অথচ বাচ্চাগুলো আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল। এ অবস্থায়ই ভোর হল। ইয়া আল্লাহ ! তুমি যদি জান তা আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টি লাভের আশায় করেছিলাম। তাহলে তুমি আমাদের থেকে পাথরটি খানিক সরিয়ে দিন যাতে আমরা আকাশ দেখতে পারি। বর্ণনাকারী বলেন, তখন আল্লাহ পাক পাথরটি একটু সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেল। আরেকজন বলল, ইয়া আল্লাহ ! তুমি জান যে, আমি আমার এক চাচাতো বোনকে এত চরম ভালবাসতাম, যা একজন পুরুষ নারীকে ভালবাসে থাকে। একদিন আমি তার কাছে চেয়ে বসলাম (অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম) কিন্তু সে অস্বীকার করল, যতক্ষণ না আমি তার জন্য একশত দীনার নিয়ে আসি। আমি চেষ্টা করে তা সংগ্রহ করি। তারপর যখন আমি তার পদদ্বয়ের মাঝে উপবেশন করি, তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর। অন্যায়ভাবে মাহর (পর্দা) ছিড়ে দিয়োনা। এতে আমি তাকে ছেড়ে উঠে পড়ি। (হে আল্লাহ) তুমি যদি জান আমি তা তোমারই সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করেছি, তবে আমাদের থেকে পাথরটি সরিয়ে দিন। তখন পাথরটি কিছু সরে গেল। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ ! আমি ফারাক (পরিমাণ) চাউলের বিনিময়ে একজন মজুর রেখেছিলাম। যখন সে তার কাজ শেষ করল আমাকে বলল, আমার পাওনা দিয়ে দাও। আমি যখন তাকে তা দিতে গেলে সে তা গ্রহণ করতে অস্বীকার করল। তারপর আমি সে এক ফারাক শস্য দানা দিয়ে চাষ করে ফসল উৎপন্ন করি এবং তা দিয়ে গরু খরিদ করি ও রাখাল নিযুক্ত করি। কিছুকাল পরে সে মজুর এসে বলল আল্লাহকে ভয় কর (আমার মুজরী দাও)। আমি বললাম, এই গরুগুলো ও রাখাল নিয়ে যাও। সে বলল, আল্লাহকে ভয় কর তুমি আমার সাথে উপহাস করোনা। আমি বললাম, আমি তোমার সাথে উপহাস করছি না বরং এসব তোমার। তখন সে তা নিয়ে গেল। হে আল্লাহ ! তুমি যদি জান আমি তা তোমারই সন্তুষ্টির উদ্দেশ্যে করছি, তবে আমাদের থেকে পাথরের বাকিটুকু সরিয়ে দিন। তখন আল্লাহ পাথরটিকে সরিয়ে দিলেন। আবু আবদুল্লহ রহ. বলেন, ইবনে উকবা রহ. নাফি রহ. فبغيت এর স্থলে فسعيت বর্ণনা করেছেন।