হাদীস নং ২১৬৭
ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া রহ……….আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত, তিনি বলেন, মদীনায় আনসারদের মধ্যে আবু তালহাই সবচেয়ে বেশী ধনী ছিলেন এবং তাঁর সম্পদের মধ্যে বায়রুহা তাঁর সবচাইতে প্রিয় সম্পদ ছিল, এটা মসজিদের (নববীর) সম্মুখে অবস্থিত ছিল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথায় যেতেন এবং এতে যে উৎকৃষ্ট পানি ছিল তা পান করতেন। যখন এ আয়াত নাযিল হল : “তোমরা যা ভালোবাস, তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পূণ্য লাভ করবে না”(৩ : ৯২) তখন আবু তালহা রা. নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে এসে দাঁড়ালেন এবং বললন, ইয়া রাসূলাল্লাহ ! আল্লাহ তাঁর কিতাবে বলেছেন : “তোমরা যা ভালোবাস, তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পূণ্য লাভ করবে না”। আর আমার সম্পদের মধ্যে বায়রুহা আমার কাছে সবচাইতে প্রিয় সম্পদ। আমি ওটা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দিলাম। এর সাওয়াব ও প্রতিদান আমি আল্লাহ নিকট প্রত্যাশা করছি। কাজেই ইয়া রাসূলাল্লাহ ! আপনি ওটাকে যেখানে ভালো মনে করেন, খরচ করেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : বেশ। এটাতো চলে যাবার মত সম্পদ, এটা তো চলে যাওয়ার মত সম্পদ। তুমি এ ব্যাপারে যা বললে, আমি তা শুনলাম এবং আমি এটাই সংগত মনে করি যে, এটা তুমি তোমার আত্মীয়-স্বজনদের মধ্যে বন্টন করে দিবে। আবু তালহা রা. বললেন, ইয়া রাসূলাল্লাহ ! আমি তাই করবো। তারপর আবু তালহা রা. তার নিকটাত্মীয় ও চাচাতো ভাইদের মধ্যে বন্টন করে দিলেন। ইসমাঈল রহ. মালিক রহ. থেকে অনুরূপ হাদীস বর্ণনায় ইয়াহইয়া রহ.-এর অনুসরণ করেছেন। রাওহা মালিক রহ. থেকে বর্ণনা করেছেন, এতে তিনি ‘রায়িহুন’ স্থলে ‘রাবিহুন’ বলেছেন। এর অর্থ হল, লাভজনক।