হাদীস নং ২১৬৬
ইসমাঈল ইবনে আবদুল্লাহ রহ………আমরা বিনতে আবদুর রাহমান রা. থেকে বর্ণিত যে, আয়িশা রা. বলেন, আমি নিজ হাতে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কুরবানীর জন্তুর জন্য হার পাকিয়েছি। তারপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজি হাতে তাকে হার পরিয়ে (আমার পিতা) আবু বকর রা.-এর সঙ্গে পাঠিয়েছেন। কুরবানীর জন্তু যবেহ করার পর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর উপর কোন কিছু হারাম থাকেনি, যা আল্লাহ তাঁর জন্য হালাল করেছেন।