হাদীস নং ২১৬৫
ইবনে সালাম রহ……….উকবা ইবনে হারিছ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নুআইমানকে অথবা ইবনে নুআইমানকে নেশাগ্রস্ত্র অবস্থায় আনা হল। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে উপস্থিত লোকদেরকে তাকে প্রহার করতে আদেশ দিলেন। রাবী বলেন, যারা তাকে প্রহার করেছিল, তাদের মধ্যে আমিও ছিলাম। আমরা তাকে জুতা দিয়ে এবং খেজুরের ডাল দিয়ে প্রহার করেছি।