বুখারি হাদিস নং ২১৬৩ – ওয়াকফকৃত সম্পদে ওয়াকিল নিয়োগ ও তার ব্যয়ভার বহন এবং তার বন্ধু-বান্ধবকে খাওয়ানো আর নিজেও শরীআত সম্মতভাবে খাওয়া।

হাদীস নং ২১৬৩

কুতাইবা ইবনে সাঈদ রহ……….আমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, উমর রা. -এর সাদকা সম্পর্কিত লিপিতে ছিল যে, মুতাওয়াল্লী নিজে ভোগ করলে এবং তার বন্ধু-বান্ধবকে আপ্যায়ন করালে কোন গুনাহ নেই : যদি মাল সঞ্চয় করার উদ্দেশ্যে না থাকে। ইবনে উমর রা. উমর রা.-এর সাদকার মুতাওয়াল্লী ছিলেন। তিনি যখন মক্কাবাসী লোকদের নিকট অবতরণ করতেন, তখন তাদেরকে সেখান থেকে উপঢৌকন দিতেন।