হাদীস নং ২১৪৮
আবু আসিম রহ………..সালামা ইবনে আকওয়া রা. থেকে বর্ণিত যে, একদিন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে সালাতে জানাযা আদায়ের জন্য একটি জানাযা উপস্থিত করা হল। তিনি বললেন : তার কি কোন ঋণ আছে? তারা বলল, না । তখন তিনি তার জানাযার সালাত আদায় করলেন। তারপর আরেকটি জানাযা উপস্থিত করা হল। তিনি জিজ্ঞাসা করলেন : তার কি কোন ঋণ আছে? তারা বলল, হ্যাঁ । তিনি বললেন : তোমাদের এ লোকটির সালাত তোমরাই আদায় করে নাও। আবু কাতাদা রা. বললেন, ইয়া রাসূলাল্লাহ ! তার ঋণের জন্য আমি দায়ী। তখন তিনি তার জানাযার সালাত আদায় করলেন।