বুখারি হাদিস নং ২১৪৫ – আল্লাহ তা’আলার বাণী : যাদের সঙ্গে অঙ্গীকারাবদ্ধ তাদের অংশ দিয়ে দিবে (৪: ৩৩)।

হাদীস নং ২১৪৫

সালত ইবনে মুহাম্মদ রহ……….ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, ولكل جعلنا موالى আয়াতে موالى শব্দের অর্থ উত্তরাধিকারী। আর والذين عقدت أيمانكم আয়াতের তাফসীর প্রসঙ্গে তিনি (ইবনে আব্বাস রা.) বলেন, মদীনায় মুহাজিরদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আগমনের পর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসারদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেন, তার ভিত্তিতে মুহাজিররা আনসারদের উত্তরাধিকারী হত, কিন্তু আনসারদের আত্মীয়-স্বজনরা ওয়ারিস হত না। যখন এ ولكل جعلنا موالى আয়াত নাযিল হল, তখন والذين عقدت আয়াতের হুকুম রহিত হয়ে গেল। তারপর তিনি আরো বলেন, উপরোক্ত আয়াতের প্রেক্ষিতে মুহাজির ও আনসারদের পারস্পারিক সাহায্য-সহযোগিতা ও আদেশ-উপদেশের হুকুম বাকী রয়েছে। কিন্তু তাদের জন্য মীরাস বা উত্তরাধিকার স্বত্ব রহিত হয়ে গেছে। অবশ্য তাদের জন্য ওসীয়াত করা যেতে পারে।