বুখারি হাদিস নং ২১৪৪ – মৃত ব্যক্তির ঋণ কোন জীবিত ব্যক্তির হাওয়ালা করা হলে তা জায়িয।

হাদীস নং ২১৪৪

মাক্কী ইবনে ইবরাহীম রহ………সালামা ইবনে আকওয়া রা. থেকে বর্ণিত যে, তিনি বলেন, একদিন আমরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট বসা ছিলাম, এমন সময় একটি জানাযা উপস্থিত করা হল। সাহাবীগণ বললেন, আপনি তার জানাযার সালাত আদায় করে দিন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : তার কি কোন ঋণ আছে? তারা বলল, না । তিনি বললেন : সে কি কিছু রেখে গেছে ? তারা বলল, না । তখন তিনি তার জানাযার সালাত আদায় করলেন। তারপর আরেকটি জানাযা উপস্থিত করা হল। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ ! আপনি তার জানাযার সালাত আদায় করে দিন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : তার কি কোন ঋণ আছে? তারা বলল, হ্যাঁ । তিনি বললেন : সে কি কিছু রেখে গেছে ? তারা বলল, তিনটি দীনার। তখন তিনি তার জানাযার সালাত আদায় করলেন। তারপর তৃতীয় আরেকটি জানাযা উপস্থিত করা হল। সাহাবীগণ বললেন, আপনি তার জানাযার সালাত আদায় করুন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : তিনি বললেন : সে কি কিছু রেখে গেছে ? তারা বলল, না। তিনি বললেন : তার কি কোন ঋণ আছে? তারা বলল, তিন দীনার। তিনি বললেন : তোমাদের এ লোকটির সালাত তোমরাই আদায় করে নাও। আবু কাতাদা রা. বললেন, ইয়া রাসূলাল্লাহ ! তার জানাযার সালাত আদায় করুন, তার ঋণের জন্য আমি দায়ী। তখন তিনি তার জানাযার সালাত আদায় করলেন।