বুখারি হাদিস নং ২১৪১ – যদি কেউ জমি ইজারা নেয় এবং তাদের দু’জনের কেউ মারা যায়।

হাদীস নং ২১৪১

মূসা ইবনে ইসমাঈল রহ………আবদুল্লাহ (ইবনে উমর) রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের জমি (ইয়াহুদীদেরকে) এ শর্তে দিয়েছিলেন যে, তারা তাঁতে কৃষি কাজ করে ফসল উৎপাদন করবে এবং উৎপাদিত ফসলের অর্ধেক তাদের প্রাপ্য হবে। ইবনে উমর রা. নাফি রহ.-কে বলেছেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যামানায় কিছু মূল্যের বিনিময়ে যার পরিমাণটা নাফি রহ. নির্দিষ্ট করে বলেছিলেন, কিন্তু আমার মনে নেই, জমি ইজারা দেওয়া হত। রাফি ইবনে খাদীজ রা. রিওয়ায়েত করেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শস্যক্ষেত বর্গা দিতে নিষেধ করেছেন। উবায়দুল্লাহ রহ. নাফি রহ.-এর বরাত দিয়ে ইবনে উমর রা. থেকে (এটুকু অতিরিক্ত) বর্ণনা করেছেন যে, উমর রা. কর্তৃক ইয়াহুদীদেরকে তাড়িয়ে দেয়া পর্যন্ত (খায়বারের জমি তাদের নিকট ইজারা দেওয়া হত)।