হাদীস নং ২১৩৭
আদম রহ……….আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিংগা প্রয়োগকারী এক গোলামকে দিতে নির্দেশ দিলেন। এরপর তার ব্যপারে (তার মালিকের সাথে) কথা বললেন, ফলে তার উপর ধার্যকৃত মাসুল কমিয়ে দেওয়া হল।