হাদীস নং ২১৩৬
আবু নুআইম রহ…….আমর ইবনে আমির রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস রা.-কে বলতে শুনেছি যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিংগা লাগাতেন এবং কোন লোকের পারিশ্রমিক কম দিতেন না।
হাদীস নং ২১৩৬
আবু নুআইম রহ…….আমর ইবনে আমির রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস রা.-কে বলতে শুনেছি যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিংগা লাগাতেন এবং কোন লোকের পারিশ্রমিক কম দিতেন না।