বুখারি হাদিস নং ২১৩৩ – গোলামের উপর মাসুল নির্ধারণ এবং বাদীর মাসুলের প্রতি সতর্ক দৃষ্টি রাখা।

হাদীস নং ২১৩৩

মুহাম্মদ ইবনে ইউসুফ রহ………..আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আবু তায়বা রা. নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে শিংগা লাগিয়েছিলেন। তিনি তাকে এক সা’ কিংবা দু’ সা খাদ্য দিতে আদেশ করলেন এবং তার মালিকের সাথে আলোচনা করে তার উপর ধার্যকৃত মাসুল কমিয়ে দিলেন।