বুখারি হাদিস নং ২১৩০ – দালালীর মজুরী ।

হাদীস নং ২১৩০

মুসাদ্দাদ রহ………..ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণিজ্যিক কাফেলার সাথে সাক্ষাৎ করা থেকে নিষেধ করেছেন, এবং শহরবাসী, গ্রামবাসীর পক্ষে বেচা-কেনা করবে না। (রাবী তাউস রহ.) বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে ইবনে আব্বাস, শহরবাসী গ্রামবাসীর পক্ষে বেচা-কেনা করবে না-এর কথার অর্থ কি ? তিনি বললেন, শহরবাসী গ্রামবাসীর পক্ষে দালাল হবে না।